ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ৮:৫৯ পূর্বাহ্ণ
আনফিট মাশরাফি মুর্তজা অনিচ্ছায় বিপিএলে খেলে কম সমালোচিত হননি। রাজনৈতিক ব্যস্ততার দরুন ৩১ জানুয়ারি বিপিএল থেকে সাময়িক বিরতি নেন সংসদ-সদস্য মাশরাফি। বিরতি থেকে ফেরা হচ্ছে না তার। বিপিএল শেষ হয়ে গেছে সিলেট অধিনায়কের।
এ বছর বিপিএলে তাকে আর দেখা যাবে না। সিলেট স্ট্রাইকার্সের কোচ রাজিন সালেহ এমনটাই জানিয়েছেন। তবে এখনই ক্রিকেট ছেড়ে দিচ্ছেন না মাশরাফি। আগামী বছরও বিপিএলে তাকে দেখা যাবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার চট্টগ্রামে সিলেটের প্রধান কোচ রাজিন বলেন, ‘মাশরাফির খেলার সম্ভাবনা খুবই কম। অফিস (জাতীয় সংসদের কাজ) নিয়ে সে ব্যস্ত। যেহেতু সে এখন পারবে না, হয়তো আগামী বছর ভালোভাবে কামব্যাক করবে।’
এবারের আসরে মাশরাফি সিলেটের হয়ে প্রথম পাঁচ ম্যাচে খেলেন। পাঁচ ম্যাচের কোনোটিতে চার ওভার বল করতে পারেননি তিনি। পাঁচ ম্যাচে উইকেট মাত্র একটি। প্রতিটি ম্যাচে তার দল হেরেছে।