মাশরাফির সমালোচনা নিয়ে যা বললেন আকরাম খান

মাশরাফির সমালোচনা নিয়ে যা বললেন আকরাম খান

খেলা

জানুয়ারি ২৬, ২০২৪ ৮:৫১ পূর্বাহ্ণ

পুরোপুরি ফিট না হয়ে বিপিএলে খেলায় মাশরাফি বিন মুর্তজার সমালোচনা করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তার মতে আনফিট মাশরাফির অন্তর্ভুক্তিতে বিপিএলের মান কমছে।

আশরাফুলের এমন সমালোচনা মাশরাফি পরোক্ষভাবে সমর্থন করেছেন। তবে সিলেট স্টাইকার্সের কোচ সৈয়দ রাসেল তার দলের অধিনায়ক মাশরাফির সমালোচনা করায় আশরাফুলের কঠোর সমালোচনা করে বলেছেন, আশরাফুলের কারণেই রেকর্ড ম্যাচে হেরেছে বাংলাদেশ।

মাশরাফির সমালোচনা নিয়ে দেশের একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে দেশের কিংবদন্তি ক্রিকেটার আকরাম খান বলেন, ‘অনেক খেলোয়াড় আছে আমরা দেখছি ফিট না, তারপরও ফ্র্যাঞ্চাইজিগুলো ওদেরকে খেলাচ্ছে। বিপিএল কিন্তু শুধু বাংলাদেশের ক্রিকেটারদের জন্য না, এটা কিন্তু পুরো বিশ্ব দেখছে। এগুলো কিন্তু তাদের চোখে পড়বে। তাতে আমাদের ইমেজ নষ্ট হচ্ছে। বিশ্বকাপে শুধু ভালো জার্সি পড়ে মাঠে নামলে হবে না, ভালো পারফর্মও করতে হবে। আপনাকে কিন্তু সবকিছুতেই সৎ থাকতে হবে।’

আকরাম আরও বলেন, ‘কিছু ভালো খেলোয়াড় কিন্তু বের হওয়ার কথা এই বিপিএল থেকে, সেটা কিন্তু আসছে না। সবার মধ্যেই কিন্তু বেসিক জিনিসটা আছে, তবে ওইভাবে কেউ বের হয়ে আসছে না।’ অবশ্য মাশরাফি নিজেও স্বীকার করেছেন ফিট না হয়ে খেলাটা আদর্শ না। তিনি বলেছিলেন, ‘সব জিনিস সব সময় ব্যাখ্যা করা যায় না। অবশ্যই আমি যেটা মনে করছি আদর্শ পরিস্থিতি না (খেলাটা)।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *