মাহমুদ আব্বাস: গাজা থেকে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করে দিতে চায় ইসরাইল

মাহমুদ আব্বাস: গাজা থেকে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করে দিতে চায় ইসরাইল

আন্তর্জাতিক

অক্টোবর ২৬, ২০২৪ ৫:৪৩ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করে দিতে চায় ইসরাইল। খবর আল আরাবিয়ার।

ব্রিকস গ্রুপের সদস্যদের উদ্দেশে দেওয়া ভাষণে বৃহস্পতিবার তিনি এ কথা বলেন। তিনি বলেন, ১৯৪৮ সালে নাকবায় ফিলিস্তিনি জনগণ সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়েছিল। এবার গাজায় ইসরাইলি হত্যাকাণ্ড শুরুর পর থেকে এ পর্যন্ত জাতিগত নিধনের পুরো এক বছর কেটে গেছে। এখনো ইসরাইলি বর্বরতা থামছে না।

তিনি আরও বলেন, গাজা অঞ্চলে ইসরাইল ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা করছে। বিশেষত উত্তর গাজায় এখন দখলদার বাহিনী জনগণকে অনাহারে রেখেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় অন্তত ৪২ হাজার ৮৪৭ জন নিহত ও এক লাখ ৫৪৪ জন আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *