ডিসেম্বর ৭, ২০২৩ ৯:৩৫ পূর্বাহ্ণ
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিন উৎসব করেছেন বোলাররা। তবে মিরপুরে দ্বিতীয় দিন শুরুর আগে হানা দিয়েছে বৃষ্টি। যে কারণে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হচ্ছে না।
বুধবার অর্থাৎ ম্যাচের প্রথমদিনে বৈরি আবহাওয়ার কারণে নির্ধারিত ৯০ ওভারও খেলা হয়নি। আলোকস্বল্পতায় নির্দিষ্ট সময়ের আগেই দিন শেষ করতে বাধ্য হন আম্পায়াররা। গতকাল ১১ ওভার কম খেলা হয়। তাই আজ টেস্টের দ্বিতীয় দিনের সময় এগিয়ে আনা হয়েছিল।
গতকাল দুই দল সবমিলিয়ে ৭৯ ওভার খেলেছে। যা পুষিয়ে নিতে আজ ১৫ মিনিট আগে খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি।
প্রথম ইনিংসে বাংলাদেশের ১০ উইকেটের ৯টিই ভাগাভাগি করে নিয়েছেন কিউই তিন স্পিনার মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস ও আজাজ প্যাটেল। অন্যদিকে, এখন পর্যন্ত পতন হওয়া সফরকারীদের পাঁচটি উইকেটও দুই টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের দখলে গেছে।
প্রথম ইনিংসে বাংলাদেশ আগে ব্যাট করে ১৭২ রানেই অলআউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছে কিউইরা। বাংলাদেশের চেয়ে এখনও সফরকারীরা ১১৭ রানে পিছিয়ে আছে।