সেপ্টেম্বর ২০, ২০২৩ ১:৫৩ অপরাহ্ণ
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ৫ অক্টোবর। এবারের আসরের আয়োজক ভারত। বৈশ্বিক টুর্নামেন্টকে সামনে রেখে নানা উদ্যোগ হাতে নিয়েছে আয়োজক দেশটি। সেই ধারাবাহিকতায় অন্তর্জালে প্রকাশ পেয়েছে ওয়ানডে বিশ্বকাপের থিম সং।
বুধবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২ টায় মুক্তি পেয়েছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের থিম সং। এবারের বিশ্বকাপের থিম সং এর নাম ‘দিল জশন বলে’। যার বাংলা অর্থ অনেকটা হৃদয় উদযাপন করে। ওই গানে পারফরম্যান্স করেছেন বলিউড সুপারস্টার রনবীর সিং।
বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দিল জশন বলে’ গানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি জানিয়েছে, একদিনের এক্সপ্রেসে বোর্ড করুন এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেট জশনে যোগ দিন!
‘দিল জশন বলে’ থিম সংটি সুর করেছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক প্রিতম। গানের পোস্টার গানের কথা লিখেছেন শ্লোকে লাল ও সাভেরি ভার্মা। এতে কন্ঠ দিয়েছেন প্রীতম, নাকাশ আজিজ, শ্রীরাম চন্দ্র, অমিত মিশ্র, জোনিতা গান্ধী, আকাসা, চরণ। আর র্যাপ লিখেছেন ও অভিনয় করেছেন চরণ। এই থিম সং-এর পোস্টার আগেই প্রকাশ পেয়েছে।
আইসিসি বিশ্বাস করে যে, বিশ্বকাপের থিম সংটি দলের খেলোয়াড়দের জন্য একটি অনুপ্রেরণামূলক উৎস হিসাবে কাজ করবে। ক্রিকেটের সবচেয়ে বড় উৎসবে এই গানটি ভক্তদের উদযাপনের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।