অক্টোবর ১৪, ২০২৩ ৮:১২ পূর্বাহ্ণ
মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন আগামী ২৯ অক্টোবর। উদ্বোধনের পরই এ অংশের তিনটি স্টেশন চালু করা হবে। সেগুলো হলো- ফার্মগেট, সচিবালয়, মতিঝিল।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানান, উদ্বোধনের পরই এ অংশের ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল স্টেশন চালু করা হবে। তিন মাস পর বাকি ৪টি স্টেশনও যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে।
এর আগে, সোমবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী জানান, মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল পর্যন্ত অংশ উদ্বোধনের দিনক্ষণ পিছিয়ে ২৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে মেট্রোরেলের এ অংশ উদ্বোধন করবেন।
২০২২ সালের ২৮ ডিসেম্বর উদ্বোধন করা হয় দেশের প্রথম মেট্রোরেল। এদিন চালু হয় উত্তরা থেকে আগারগাঁও অংশ। বর্তমানে প্রতিদিন গড়ে ৯০ হাজার যাত্রী মেট্রোরেল ব্যবহার করছেন। আগারগাঁও-মতিঝিল অংশ চালু হলে রাজধানীর যানজট অনেকাংশে নিরসনের পাশাপাশি যাত্রী পরিবহন কয়েকগুন বাড়বে।