মেসেঞ্জারে অ্যাক্টিভ স্ট্যাটাস লুকিয়ে রাখবেন যেভাবে

মেসেঞ্জারে অ্যাক্টিভ স্ট্যাটাস লুকিয়ে রাখবেন যেভাবে

বিজ্ঞান ও প্রযুক্তি স্পেশাল

আগস্ট ১০, ২০২৪ ৮:৫২ পূর্বাহ্ণ

বাংলাদেশে প্রতিনিয়তই বাড়ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ব্যবহার। বর্তমানে প্রায় সাত কোটি ব্যবহারকারী রয়েছে আমাদের দেশে। এই মাধ্যমটির মেসেঞ্জার অ্যাপে নিয়মিতই যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার। তবে এসব ফিচারের ব্যবহার সম্পর্কে এমন অনেকেই আছেন যারা খুব ভালো জানেন না।

মোবাইল ব্যবহারকারীদের জন্য

১. প্রথমে মেসেঞ্জার অ্যাপ ওপেন করুন।

২. নিজেদের প্রোফাইল ছবিতে ক্লিক করুন, স্ক্রিনের উপরের ডান দিকে পেয়ে যাবেন।

৩. এবার সেটিংসে যান

৪. সেখানে পেয়ে যাবেন ‘অ্যাক্টিভ স্ট্যাটাস’ অপশন। সেটিতে ক্লিক করুন।

৫. এরপর ‘অ্যাক্টিভ স্ট্যাটাস’ অন থাকলে অফ করে দিন। এখানে কতক্ষণের জন্য অ্যাক্টিভ স্ট্যাটাস অফ রাখতে চাচ্ছেন তা দেখতে পারবেন। যেটা প্রয়োজন বেছে নিন।

ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য

১. প্রথমে ওয়েব ব্রাউজারের মাধ্যমে ফেসবুক মেসেঞ্জার ফেসবুক মেসেঞ্জার ওপেন করুন।

২. সেটিংস থেকে ‘প্রেফারেন্স’ অপশন ওপেন করুন।

৩. সেখানে পাবেন ‘অ্যাক্টিভ স্ট্যাটাস’ অপশন। সেটিতে ক্লিক করুন।

৪. এরপর অফ করে দিন। এখানেও কতক্ষণের জন্য অ্যাক্টিভ স্ট্যাটাস অফ রাখতে চাচ্ছেন তা দেখতে পারবেন। যেটা প্রয়োজন বেছে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *