যাত্রীবাহী বাসে আগুন দিচ্ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা: র‌্যাব

যাত্রীবাহী বাসে আগুন দিচ্ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা: র‌্যাব

দেশজুড়ে

নভেম্বর ১৩, ২০২৩ ১২:৪৭ অপরাহ্ণ

রাজধানীর আব্দুল্লাহপুরে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার সময় গ্রেফতারকৃত মামুন মজুমদার (৩৫) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতা বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১৩ নভেম্বর) উত্তরায় গণমাধ্যমে এক ব্রিফিং এ তথ্য জানান র‌্যাব ১- এর অধিনায়ক লে. কর্নেল মোসতাক আহমেদ।

তিনি জানান, সকালে আব্দুল্লাহপুরে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালানোর সময় মামুন মজুমদার নামে এক নাশকতাকারীকে হতেনাতে গ্রেফতার করে র‌্যাব। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পেরেছে, মামুন নাশকতার উদ্দেশে মোটরসাইকেল থেকে হাফ লিটার পেট্রোল নিয়ে প্রজাপতি নামের ওই বাসটিতে চড়ে বসে। বাসটি আব্দুল্লাহপুর আসলে পেছনের সিটে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পালানোর চেষ্টা করে সে। এ সময় র‌্যাবের নজরদারিতে ধরা পড়ে যায়।

সোহেল রানা নামে তার আরেক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। তাকে ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান র‌্যাব ১- এর অধিনায়ক।

জানা গেছে, তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ায় প্রজাপতি পরিবহনের ওই যাত্রীবাহী বাসটি বেশি ক্ষতিগ্রস্থ হয়নি। কেউ হতাহতও হয়নি। তবে পেছনের দুটি সিট পুড়ে গেছে।

ঢাকায় গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য নিহত হন। পরদিন ২৯ অক্টোবর হরতাল পালন করে বিএনপি। এরপর তিন দফায় ৭ দিনের অবরোধ কর্মসূচি শেষ হয় গত শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টায়। এবার চতুর্থ দফায় রোববার (১২ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত সড়ক, রেল ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করছে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *