জানুয়ারি ৭, ২০২৪ ৩:৫৮ অপরাহ্ণ
ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক কিংবা ইনস্টাগ্রামসহ বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাসওয়ার্ড মনে রাখা বেশ কঠিন। ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া অ্যাপের ব্যবহার দ্রুত বৃদ্ধি পেয়েছে। তাই একটি ছোট ও সহজ কৌশলের মাধ্যমেই ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও অ্যাপের পাসওয়ার্ড মনে রাখতে পারেন।
এ কৌশল যেকোনো ডিভাইসে পাসওয়ার্ড নিরাপদ রাখবে। অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড উভয়ই নিরাপদ থাকবে, গোপনীয়তাও বজায় থাকবে।
জেনে নেয়া যাক কীভাবে সোশ্যাল মিডিয়া অ্যাপ, ব্যাংকিং অ্যাপ বা অনলাইন ই-কমার্স সাইটের পাসওয়ার্ড সহজে মনে রাখা যায়-
প্রথমে স্মার্টফোনের সেটিংসে যেতে হবে। এরপর গুগলের অপশনে ক্লিক করতে হবে। এখন একটি নতুন স্ক্রিন খুলবে, যেখানে Auto Fill অপশনে ক্লিক করতে হবে। এরপর Autofill with Google-এ ক্লিক করলেই Google Password Manager অপশন আসবে। এখানে ক্লিক করলে Password Manager আসবে, যেখানে বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়া থাকবে। এখানে ক্লিক করে প্রয়োজনীয় অ্যাপ বা অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা যাবে।
এছাড়াও নতুন অ্যাকাউন্টের পাসওয়ার্ডও সহজেই সেভ করা যাবে। এজন্য উপরের সবগুলো পদক্ষেপগুলো অনুসরণ করে Search Password অপশনে যেতে হবে। এর সঙ্গে প্লাস অপশনও রয়েছে। সেখানে ক্লিক করলে একটি নতুন স্ক্রিন খুলবে। এখানে ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ডসহ ওয়েবসাইটের URL সেভ করার অপশন রয়েছে।