সেপ্টেম্বর ২৪, ২০২৩ ৮:৫৮ পূর্বাহ্ণ
রাশিয়া তাদের বন্ধুত্বপূর্ণ ও নিরপেক্ষ দেশ, ব্যাংক এবং ব্রোকারের একটি তালিকা অনুমোদন দিয়েছে। যেখানে বাংলাদেশসহ বিশ্বের ৩০টিরও বেশি দেশের নাম রয়েছে। রুশ কর্তৃপক্ষ বলছে, তাদের সরকার তালিকায় থাকা দেশগুলোকে রাশিয়ান মুদ্রাবাজার এবং ডেরিভেটিভস বাজারে বাণিজ্য করার অনুমতি দেবে। শনিবার ঢাকায় রাশিয়ান দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানিয়েছে।
এর আগে খসড়া তালিকা থেকে পাঁচটি দেশকে রাশিয়া বাদ দিয়েছে। দেশগুলো হলো আর্জেন্টিনা, হংকং, ইসরায়েল, মেক্সিকো ও মলদোভা। ইউক্রেন যুদ্ধ শুরুর পর যেসব দেশ মস্কোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের রাশিয়া ‘অবন্ধু’ হিসেবে মনে করে।
রয়টার্স বলছে, রাশিয়ার মুদ্রা রুবল গত ১৭ মাসের মধ্যে সবচেয়ে বেশি দুর্বল অবস্থায় রয়েছে। মুদ্রা চাঙা করতে দেশটি সুদের হার ১৩ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। অর্থনৈতিক চাপ মোকাবিলায় নানা পদক্ষেপ নিচ্ছে দেশটি।
দেশটির কেন্দ্রীয় ব্যাংকের পূর্বাভাস, চলতি বছর মূল্যস্ফীতি ৫ থেকে ৬ দশমিক ৫ শতাংশের মধ্যে থাকবে।