লেবাননে ইসরাইলি হামলায় হতাহত বেড়ে ১,৩০০

লেবাননে ইসরাইলি হামলায় হতাহত বেড়ে ১,৩০০

আন্তর্জাতিক

সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৭:৫০ পূর্বাহ্ণ

লেবাননের দক্ষিণ অঞ্চলে চালানো ইসরাইলি হামলায় নারি-শিশুসহ কমপক্ষে ১,৩০০ মানুষ হতাহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবারের এ হামলায় ২৭৫ জন নিহত এবং ১০২৪ জন আহত হয়েছেন। যাদের মধ্যে বহু সংখ্যক নারী, শিশু ও ত্রাণকর্মীও রয়েছেন।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ইসরাইলি যুদ্ধ বিমানগুলো সোমবার সকালে লেবাননের বেকা উপত্যকার হারমেল, জবউদ এবং হারবাতাসহ দক্ষিণ লেবাননের টাইর ও নাবাতিয়েহ এলাকার বিভিন্ন শহর ও গ্রামে বোমা হামলা চালায়।

আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, হামলার পর জবউদ ও নাবাতিয়েহের আকাশে ধোঁয়ার বিশাল মেঘ দেখা গেছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে পরিষ্কারভাবে দেখা গেছে।

লেবাননের দক্ষিণাঞ্চলজুড়ে প্রায় তিন শতাধিক স্থাপনার ওপর চালানো এ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *