শাটডাউনে চলবে মেট্রোরেল, বাস চালানোর নির্দেশনা

শাটডাউনে চলবে মেট্রোরেল, বাস চালানোর নির্দেশনা

জাতীয় স্লাইড

জুলাই ১৮, ২০২৪ ৯:২২ পূর্বাহ্ণ

কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পুলিশের অভিযান এবং সংঘর্ষের পর নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কোটা আন্দোলনকারীদের এই প্ল্যাটফর্ম বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছে। তবে এই কর্মসূচির মধ্যেও মেট্রোরেল ও বাস চলবে বলে জানা গেছে।

বুধবার (১৭ জুলাই) রাতে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, মেট্রোরেল নিয়মিত সময়সূচি অনুযায়ী চলবে। মেট্রোরেল ও যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছি যেন আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দেয়।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েকদিনে মেট্রোরেলে যাত্রী সংখ্যা বেড়েছে। সাধারণত প্রতিদিন মেট্রোরেলে প্রায় তিন লাখ যাত্রী চলাচল করলেও গত কয়েক দিনে প্রায় তিন লাখ ৬০ হাজার যাত্রী মেট্রো ব্যবহার করছেন। মূলত শিক্ষার্থীদের আন্দোলনের ফলে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল সীমিত হয়ে আসায় শহরের মানুষের বড় নির্ভরতার জায়গা হয়ে উঠেছে মেট্রোরেল।

এদিকে কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে বাস চালানোর নির্দেশনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন ও মালিক সমিতি।

সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ তথ্য জানিয়ে বলেন, আমরা গাড়ি বন্ধ করিনি। গাড়ি চলার নির্দেশ আছে। যদি রাস্তার অবস্থা ভালো থাকে, তবে গাড়ি চলবে। কোথাও কোনো সমস্যা হলে তখন দেখা যাবে। তখন বন্ধ থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *