শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি: জয়

শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি: জয়

স্লাইড রাজনীতি

আগস্ট ৮, ২০২৪ ৮:২৬ পূর্বাহ্ণ

বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র-নির্বাচন সম্ভব না বলেও মন্তব্য করেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি।’

আজ বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।

জয় বলেন, ‘বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারাদেশে এখন ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে। আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চলছে। অনেককে হত্যা করা হয়েছে।’

‘আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরোনো, গণতান্ত্রিক ও বড় দল’ উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করেছে, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়। আমরা বলেছিলাম আমার পরিবার আর রাজনীতি করবে না। তবে আমাদের নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না।’

‘বাংলাদেশে যদি গণতন্ত্র…নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগ হচ্ছে সবচেয়ে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না,’ যোগ করেন তিনি।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সাহস নিয়ে দাঁড়ান। আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি। দেশকে, আমাদের নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা করা প্রয়োজন, আমরা করতে প্রস্তুত।’

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘যারা আজ ক্ষমতায় আছে তাদের আমি বলব যে, আমরাও একটি গণতান্ত্রিক, নিরাপদ, সুশৃঙ্খল, জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ চাই। সেজন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত, শুধু যদি তারা জঙ্গিবাদ ও সন্ত্রাস বাদ দেয়।

তিনি বলেন, ‘শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি। বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র, নির্বাচন সম্ভব না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *