সমুদ্রতলে ১৭৫ বছরের পুরোনো শ্যাম্পেন ভান্ডার

সমুদ্রতলে ১৭৫ বছরের পুরোনো শ্যাম্পেন ভান্ডার

চিত্র-বিচিত্র স্পেশাল

আগস্ট ৮, ২০২৪ ৮:৩৮ পূর্বাহ্ণ

১৭৫ বছরের পুরোনো শতাধিক শ্যাম্পেনের বোতল খুঁজে পেয়েছেন পোলিশ ডুবুরিদের একটি দল। ডাইভিং করতে করতে সমুদ্রতলে তারা এগুলোর হদিস পান। এনডিটিভি।

সেখানেই তাদের নজরে পড়ে একটি ডুবন্ত জাহাজ। একটি ডাইভিং গ্রুপের সদস্য ছিলেন এই দু’জন। বিষয়টি নজরে পড়ার পর নিজেদের গ্রুপকে বিষয়টি জানায় তারা। এরপর সেখানে হাজির হয় ৪০ জন ডুবুরির একটি দল। ওই দলের প্রধান টমস স্টাচুরা বলেন, সমুদ্রের প্রায় ১৯০ ফুট গভীরে ওই জাহাজে সন্ধান চালিয়ে পাওয়া গেছে সেল্টার নামের এক জার্মান ব্র্যান্ডের মিনারেল ওয়াটারের বোতল ও প্রচুর পরিমাণ শ্যাম্পেন।

গবেষকদের অনুমান, শ্যাম্পেনের বোতলগুলি ১৮৫০ থেকে ১৮৬৭ সালের মধ্যে তৈরি  হয়। জাহাজে যা মালপত্র রয়েছে তা উদ্ধারে এক বছর লেগে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *