মানব সম্পর্কের স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করে অনেক ছোটখাটো বিষয়। এমন অনেক বিষয় আছে, যা আপনার সঙ্গীকে বুঝিয়ে দেয়, সে আপনার কাছে গুরুত্বপূর্ণ এবং তাকে নিয়ে আপনি ভাবেন। যা সম্পর্কের নিশ্চয়তা এবং নিরাপত্তা বাড়ায়।
যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো হলো
সঙ্গীর প্রতি টান দেখানো: কিছু শব্দ বা কথা দিয়ে প্রকাশ করতে পারেন আপনার ভালোবাসা বা টান। যেমন-
> প্রায়ই বলুন ‘আমি তোমাকে ভালোবাসি’
>> তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে।
>>> ফোনে একটি সুন্দর ম্যাসেজ পাঠাতে পারেন।
>>>> মাঝে মাঝে এমনি ফোন করে কথা বলুন।
>>>>> সব সময় পাশে থাকুন ইত্যাদি।
যা করতে পারেন: কিছু জিনিস দিয়ে সঙ্গীকে বুঝিয়ে দিতে পারেন যে, সম্পর্কে আপনি যত্নশীল। যেমন-
> তার প্রিয় খাবার রান্না করতে পারেন।
>> অসুস্থ হলে তাদের যত্ন নিন।
>>> যখন ক্লান্ত থাকেন তাকে ঘুমাতে দিন।
>>>> ঘরের কাজে সাহায্য করতে পারেন।
>>>>> তার কোন জিনিসগুলো ভালো লাগে সেটা খেয়াল রাখুন ইত্যাদি।
একসঙ্গে সময় কাটান: সঙ্গীর সঙ্গে সময় কাটানোর কিছু উপায়। যেমন-
> একসঙ্গে বেড়াতে যান।
>> একে অপরের সঙ্গে সময় কাটানো, এই বিষয়টার অগ্রাধিকার দিন।
>>> ফোন বা ডিভাইস ছাড়াই প্রতিদিন একটু সময় কাটান, শুধু আপনারা ২ জন।
>>>> মাঝে মাঝে দূরে কোথাও ঘুরতে যান ইত্যাদি।
এ ছাড়া মাঝে মাঝে ছোট কিছু জিনিসি উপহার দিন। যেমন একদিন একটু ফুল নিয়ে গেলেন আবার একটা চকোলেট বা অন্য কিছু।
সূত্র: ভেরি ওয়েল মাইন্ড