অক্টোবর ২৭, ২০২৩ ৯:১৫ পূর্বাহ্ণ
অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি-আমেরিকান সাংবাদিক শিরিন আবু আকলেহকে হত্যায় দায়ী ইসরাইলি কমান্ডারকে চিহ্নিত করতে পেরেছে জাতিসংঘ। মঙ্গলবার পূর্ব জেরুজালেম ও ইসরাইলসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উপর জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের চেয়ারম্যান নাভি পিলে একথা জানান। তিনি বলেন, ফরেনসিক বিশ্লেষণ ও বিশেষজ্ঞদের বিভিন্ন পরামর্শের ভিত্তিতে কমিশন বিশ্বাস করে, আবু আকলেহকে সম্ভবত ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর দুভদেভান ইউনিটের একজন সৈনিক গুলি করেছিল। তিনি আরও বলেন, ‘আমরা কমান্ডারের নাম উল্লেখ করছি না তবে আমাদের কাছে সেই তথ্য আছে।’
আবু আকলেহ আলজাজিরার সাংবাদিক ছিলেন। গত বছরের মে মাসে জেনিন শহরে ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরাইলি বাহিনী একটি সামরিক অভিযান কভার করার সময় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন।