সাকিবকে নিয়েই পাকিস্তান সিরিজের দল ঘোষণা

সাকিবকে নিয়েই পাকিস্তান সিরিজের দল ঘোষণা

খেলা

আগস্ট ১২, ২০২৪ ৭:১১ পূর্বাহ্ণ

চলতি মাসের শেষভাগে দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। সে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়েই স্কোয়াড সাজিয়েছেন নির্বাচকরা।

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ১৩ আগস্ট ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। ১৭ আগস্ট পাকিস্তানে যাওয়ার কথা থাকলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আমন্ত্রণে চার দিন আগেই সেখানে যাবে নাজমুল হোসেন শান্তর দল।

পাকিস্তান সিরিজের দলে সাকিবসহ সিনিয়র ক্রিকেটারদের রাখার ব্যাখ্যায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘এই সংস্করণে আমাদের সেরা খেলোয়াড়দের দলে অন্তর্ভুক্ত করতে চেয়েছি। এটা ভারসাম্যপূর্ণ স্কোয়াড। মুশফিক, মুমিনুল এবং সাকিব মিলে ২১৬ ম্যাচ খেলেছে; এই অভিজ্ঞতার কোনো বিকল্প নেই।’

১৬ সদস্যের দলে পাঁচজন পেসার রাখার কারণ জানিয়ে লিপু যোগ করেন, ‘তাসকিন শুধু দ্বিতীয় টেস্টে খেলবে। এই বিষয়টি বিবেচনায় রেখেই পাঁচজন পেসার নেওয়া হয়েছে।’

ক্রিকেটারদের নির্ধারিত সময়ের চারদিন আগে পাকিস্তানে যাওয়ার বিষয়ে নির্বাচকের মত, ‘পাকিস্তান কঠিন প্রতিপক্ষ। লাহোরে আমরা অনুশীলনের জন্য বেশি সময় পাব, এটা আমাদের জন্য ভালো। এছাড়া যেসব ক্রিকেটাররা এখন এ দলের সঙ্গে পাকিস্তানে রয়েছে, ওই কন্ডিশনে তাদের অভিজ্ঞতাও বেশ কাজে লাগবে।’

উল্লেখ্য, আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে মাঠে গড়াবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। ৩০ আগস্ট করাচিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুই টেস্টের এই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

পাকিস্তান সফরের বাংলাদেশ টেস্ট দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *