নভেম্বর ৭, ২০২৩ ৯:৪৮ পূর্বাহ্ণ
বিশ্বকাপ এতদিন তেমন জমে ওঠেনি। ইতোমধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া বাংলাদেশ ও শ্রীলংকা ম্যাচের উত্তেজনা এখন তুঙ্গে। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ‘টাইমড আউটে’র আবেদন করলেও, বিষয়টি ক্রিকেট চেতনার পরিপন্থি বলে মনে করেন সাবেক ক্রিকেটারদের অনেকেই।
শুধু দুজন সাকিবকে সমর্থন জানিয়েছেন। সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন বলেন, ‘সবাই স্পিরিট অব দ্য গেম ভাঙে নিয়মিত। ৫০ ওভারের ক্রিকেটে আপনার হাতে দুই মিনিট থাকে প্রথম বলটা খেলার জন্য। ক্রিজে গিয়ে অভিজ্ঞ ক্রিকেটার হিসাবে ম্যাথিউসের মাথায় থাকার কথা ছিল আমাকে প্রথম বলটা খেলতে হবে।’ লঙ্কান ক্রিকেটার বুদ্ধিমানের পরিচয় দেননি বলে মত ভনের, ‘তার হেলমেটের ফিতা ছিঁড়ে গিয়েছিল আসলেই, কিন্তু ওর আরেকটু বুদ্ধিমান হওয়া উচিত ছিল।
ও সাকিবকে খেলছিল, কিন্তু ফিতা ছেঁড়ায় আঘাত পাওয়ারও আশঙ্কা ছিল। তবুও ও প্রথম বলটা ডিফেন্ড করে এরপর হেলমেট বদলাতে পারত। তাহলেই সমস্যা হতো না।’ নিয়ম মেনে সাকিবের আবেদন করার অধিকার আছে বলে মত সাবেক এই ইংলিশ ক্রিকেটারের, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলছে, সে স্পিরিট অব দ্য গেমের বিরুদ্ধে গেছে। কিন্তু আইনের মধ্যেই আছে এটা।’
একই অনুষ্ঠানে সাইমন ডৌল বলেন, ‘ম্যাথিউস সাকিবের কাছে যেতে পারত, গিয়ে বলতে পারত আমার ফিতাটা ছিঁড়ে গেছে। আমি কি এক-দুই মিনিট পেতে পারি।’