সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশি সেরা হয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশি সেরা হয়ে ফাইনালে বাংলাদেশ

খেলা

ফেব্রুয়ারি ৭, ২০২৪ ১২:৪০ অপরাহ্ণ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে সেরা হয়েই ফাইনালে গেল বাংলাদেশ। তিন ম্যাচের সবকটিতেই জিতেছে স্বাগতিকরা।

নেপাল ও ভারতকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত হয়েছিল বাংলাদেশের মেয়েদের। ভুটানের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে একাদশে নয়টি পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু।

১৮ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন নুসরাত জাহান মিতু (১-০)। ৩০ মিনিটে মিতুর কর্নার থেকে হেডে ব্যবধান বাড়ান ঐশী খাতুন (২-০)। ৫৭ মিনিটে ঐশীর ক্রস থেকে তৃতীয় গোলটি করেন তৃষ্ণা রানী (৩-০)। ৬৩ মিনিটে ভুটানের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ঐশী (৪-০)। বৃহস্পতিবার একই স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় ফাইনালে ভারতের মোকাবিলা করবেন আফঈদা খন্দকাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *