অক্টোবর ৭, ২০২৩ ১১:২৩ পূর্বাহ্ণ
মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ আটকাতে সীমান্তেই প্রাচীর তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে তখন ডেমোক্রেটিক পার্টি তীব্র বিরোধিতা করেছিল। কিন্তু অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়া মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এবার রিপাবলিকান নেতার পথেই হেঁটে মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের ঘোষণা করলেন প্রেসিডেন্ট জো বাইডেন।
বৃহস্পতিবার এই বিষয়ে আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী আলেজান্দ্রো মায়োরকাস জানান, দেশে অবৈধ অনুপ্রবেশ রুখতে সীমান্তে প্রাচীর তৈরির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আমেরিকা-মেক্সিকো সীমান্তের রিও গ্র্যান্ডে ভ্যালি এলাকায় প্রাচীর নির্মাণ শুরু হবে। এই কাজে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করেছে হোয়াইট হাউজ।
সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, মেক্সিকো সীমান্তের স্টার কাউন্টি এলাকায় প্রায় ২০ মাইল দেয়াল নির্মাণ করা হবে। এ এলাকায় অবৈধ অনুপ্রবেশের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সরকারি তথ্য অনুসারে, চলতি বছর এখন পর্যন্ত ২ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ অনুপ্রবেশ করেছে। সেপ্টেম্বরে এ সংখ্যা সর্বোচ্চ হতে পারে ধারণা করা হচ্ছে। একাধিক মার্কিন শহরে এই অনুপ্রবেশের প্রভাব পড়ছে।
হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি অবৈধ প্রবেশ ঠেকাতে দেয়ালের একাংশ নির্মাণকে জরুরি প্রয়োজনীয়তা হিসেবে উল্লেখ করেছিলেন।