সীমান্ত নিরাপত্তা রক্ষায় জাতীয় সংসদকে হাইকোর্টের ৪ পরামর্শ

সীমান্ত নিরাপত্তা রক্ষায় জাতীয় সংসদকে হাইকোর্টের ৪ পরামর্শ

আইন-আদালত স্লাইড

জুলাই ১৪, ২০২৪ ৯:০৫ পূর্বাহ্ণ

সীমান্ত রেখা থেকে দেশের অভ্যান্তরে ১০ মাইল বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সম্পত্তি ঘোষণা করা, ৮ কিলোমিটার জমি সম্পূর্ণ ফাঁকা ও সমান রাখাসহ জাতীয় সংসদকে ৪ পরামর্শ দিয়েছেন হাইকোর্ট।

শনিবার ভারতীয় শাড়ি জব্দের এক মামলার রায়ে এ পরামর্শ দিয়েছেন উচ্চ আদালত। দেশের সীমান্ত নিরাপত্তা কার্যকরভাবে রক্ষায় এ সুপারিশ করা হয়।

১৯৮৭ সালে চোরাচালান বিরোধী অভিযানে যশোর সীমান্তে ভারতীয় শাড়ি ঊদ্ধারের ঘটনায় বিজিবির করা মামলায় আসামি জাকির হোসেনকে ৩ বছরের সাজা থেকে খালাসের রায়ে এ পরামর্শ এসেছে। শনিবার ১১ পৃষ্টার এ রায় প্রকাশ করা হয়।

এ রায় ও আদেশের অনুলিপি অধঃস্তন আদালতের সব বিচারককে ই-মেইলের মাধ্যমে পাঠানোর জন্য রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এছাড়া রায় ও আদেশের অনুলিপি বিজিবির মহাপরিচালককে ইমেইলের মাধ্যমে পাঠানোর জন্য রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রায় ও আদেশের অনুলিপি সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংসদ সদস্যদের ই-মেইলের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *