নিজ দেশের সৈন্যদের যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বুধবার একটি ট্যাংক মহড়ায় অংশ নিয়ে কিম এ নির্দেশ দেন। এদিন তিনি নিজেই ট্যাংক মহড়ায় নেতৃত্ব দিয়েছেন।
দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞরা বলছেন, বুধবার যে ট্যাংকের মহড়া সম্পন্ন হয়েছে তা সর্বপ্রথম ২০২০ সালে একটি সামরিক প্যারেডের সময় উন্মোচন করা হয়েছিল। ট্যাংকটি স্থাপনের জন্য এখন পুরোপুরি প্রস্তুত বলেও জানিয়েছে তারা।
গত সপ্তাহেও একটি সামরিকঘাঁটি পরিদর্শনের সময় সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি আরও জোরদার করার নির্দেশ দিয়েছিলেন কিম।
প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের ১১ দিনের সামরিক মহড়া শুরু হওয়ার পর থেকে তৃতীয়বারের মতো কিম তার দেশের সামরিক মহড়া পর্যবেক্ষণ করছেন। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের এই মহড়াকে কিম আক্রমণের মহড়া হিসেবে দেখছেন কিম। ২০২২ সাল থেকে তার দেশে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ জোরদার করেছে। তবে এই বছর বিদ্রোহী মনোভাব বাড়িয়েছেন কিম।