সোনার দাম নিয়ে নতুন সুখবর

সোনার দাম নিয়ে নতুন সুখবর

অর্থনীতি

ডিসেম্বর ১০, ২০২৩ ১১:১৬ পূর্বাহ্ণ

ডলার শক্তিশালী এবং মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হওয়ায় বিশ্ববাজারে সোনার দাম কমেছে। স্পট মার্কেটে শুক্রবার কার্যদিবস শেষে বৈশ্বিক বেঞ্চমার্ক সোনার দাম কমেছে ১ দশমিক ৪ শতাংশ। খবর রয়টার্সের।

এক প্রতিবেদনে রয়টার্স জানায়, দাম কমে প্রতি আউন্সের দাম স্থির হয়েছে দুই হাজার ডলার ৪৯ সেন্টে। তবে দিনের শুরুতে এই দাম ছিল দুই হাজার ৩১ ডলার ৩১ সেন্ট। একপর্যায়ে যা ১ হাজার ৯৯৪ ডলার ৪৯ সেন্টে নেমে গিয়েছিল।

এতে সব মিলিয়ে চলতি সপ্তাহে সোনার দাম ৩ দশমিক ৪ শতাংশ কমেছে, বিগত ১০ সপ্তাহের মধ্যে যা সবচেয়ে কম।

একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক সোনার সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে ১ দশমিক ৬ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে দুই হাজার ১৪ ডলার ৫০ সেন্টে। দিনের শুরুতে যা ছিল দুই হাজার ৪৮ ডলারে।

গত রোববার আউন্সে সোনার দাম উঠেছিল দুই হাজার ১৩৫ ডলার ৪০ সেন্টে, বিশ্ব ইতিহাসে যা ছিল সর্বকালের সর্বোচ্চ। ফেডের সুদহার কমানোর আভাসে এই ঊর্ধ্বমুখিতা তৈরি হয়েছিল। তবে কোন সময়ের মধ্যে কমাবে তা নিশ্চিত নয়। ফলে সেদিন থেকে এখন পর্যন্ত স্বর্ণের দাম কমেছে প্রায় ১৫০ ডলার।

বিশ্ববাজারে সোনার দাম কমায় দেশের বাজারে গত সপ্তাহে কিছুটা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দামে, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ২১ ক্যারেটের ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ১ লাখ ৩ হাজার ২২৬ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ৮৮ হাজার ৪৭১ এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ২২৫ টাকা কমিয়ে ৭৩ হাজার ৭১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *