ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ বন্ধের লক্ষ্যে মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এই সফরের অংশ হিসেবে এবার তিনি সৌদি আরবে পৌঁছেছেন।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুদ্ধরত ইসরায়েল সফর শেষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সৌদি আরবে পৌঁছেছেন। মূলত হামাস ও ইসরায়েলের মধ্যকার সংঘাত যেন পুরো অঞ্চলে ছড়িয়ে না পড়ে, সেই প্রচেষ্টার অংশ হিসেবেই তিনি সৌদি আরব সফর করছেন।
ব্লিংকেন চাচ্ছেন আরব দেশগুলো হামাসের তীব্র সমালোচনা করুক এবং ইসরায়েলের প্রতি সংযত আচরণ করুক। তবে তিনি সৌদি আরবের রিয়াদে পৌঁছানোর পর পাল্টা হামলায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ করে ইসরায়েলের তীব্র সমালোচনা করেছে দেশটি।
সৌদি আরব বেশ কিছুদিন ধরে সম্পর্ক স্বাভাবিক করার জন্য ইসরায়েলের সাথে আলোচনা চালিয়ে আসছিল। কিন্তু এখন কার্যত সেটি থমকে গেছে। চলতি বছরের শুরুতে তারা ইরানের সঙ্গে নতুন করে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে এবং সৌদি যুবরাজ হামাস-ইসরায়েল সংঘাত শুরুর পর ইরানের প্রেসিডেন্টের সাথে ফোনে কথা বলেছেন।
এদিকে অ্যান্টনি ব্লিংকেন চাইছেন ইরান যেন এ সংঘাতে না জড়ায়।
জানা গেছে, সৌদি সফর শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিশর যাবেন। সেখানে তিনি মানবিক করিডর তৈরির বিষয়ে আলোচনা করবেন।