স্বামীর যে অভ্যাসগুলোর জন্য স্ত্রী বিরক্ত হন, সম্পর্কে ধরে ফাটল

স্বামীর যে অভ্যাসগুলোর জন্য স্ত্রী বিরক্ত হন, সম্পর্কে ধরে ফাটল

লাইফস্টাইল স্পেশাল

নভেম্বর ১৭, ২০২৪ ৬:২৮ পূর্বাহ্ণ

আমরা সবাই জানি স্বামী-স্ত্রীর সম্পর্ক মধুর সম্পর্ক। তবে এ সম্পর্ক যে সবসময় মধুর হবে, সুখের হবে, তা কিন্তু নয়। দেখা যায়, বর্তমান সময়ে তিক্ততার সম্পর্কই বেশি। আর সে কারণে ডিভোর্সের সংখ্যাও দিন দিন বাড়তে থাকে।

বিশেষ করে স্বামীর কিছু অভ্যাসের কারণে স্ত্রী খুব বিরক্ত হন। তারা এ জিনিসগুলো একদমই মানতে পারেন না। আর এ কারণে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া আর অশান্তি লেগেই থাকে। যদি তারা এটি পরিবর্তন করতে পারেন, তাহলে দাম্পত্য জীবনে সুখী হবেন তারা।

সংসারে সুখী হতে চাইলে স্বামীর যে অভ্যাসগুলো দ্রুত পরিবর্তন করা উচিত। সময় না দেওয়া আর বর্তমান সময়ে জীবনযাত্রার অনেক পরিবর্তনে মানুষ খুব ব্যস্ত হয়ে পড়েন। তাই এই ব্যস্ত সময়ে প্রিয়জনকে সময় দেওয়া খুব কঠিন হয়ে পড়ে আপনার। তাই বেশিরভাগ পুরুষই নিজের কাজে এতটাই মগ্ন থাকেন যে, তার স্ত্রীকে সময় দিতে পারেন না। এতে তার জীবনসঙ্গী খুব বিরক্ত বোধ করেন। সম্পর্কের কিন্তু ক্রমশ তিক্ততার সৃষ্টি হয়। তাই প্রতিটি স্বামীর উচিত তার স্ত্রীকে ছুটির দিনে সময় দেওয়া, ঘুরতে যাওয়া, শপিংমলে যাওয়া কিংবা কোনো রেস্তোরাঁয় যাওয়া।

যে কোনো সম্পর্ককে মজবুত করতে স্ত্রীর সঙ্গে সার্বক্ষীণ যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। আবার অনেক পুরুষ আছেন, তার সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলতে পারেন না। স্ত্রীর কথা তারা বোঝেন না, অর্থাৎ স্ত্রীর কথা উপেক্ষা করে চলেন। সেটি আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন।

অনেক স্বামী আছেন, যারা সন্তানের দায়িত্ব নেন না। সন্তানের লালন-পালন শুধু মায়ের হাতে তুলে দেন। অনেক বাবা সেই দায়িত্ব এড়িয়ে চলেন। এটি মোটেও ঠিক নয়। একদমই উচিত নয়। সন্তানকে লালন-পালন করার দায়িত্ব তাদের দুজনেরই। তাই যখন স্বামী সে দায়িত্ব সঠিকভাবে লালন-পালন করেন না, সেই সময় স্ত্রীরা খুব বিরক্ত হন।

অনেক স্বামী আছেন, যারা স্ত্রীর কাছে অনেক বিষয় গোপন রাখেন। যারা তাদের স্ত্রীর কাছ থেকে অনেক কিছু গোপন রাখেন, তারা কাজটি মোটেও ঠিক করেন না। এতে  স্ত্রীরা একদমই খুশি হন না। এতে সম্পর্কের অবনতি হতে থাকে। অর্থসংক্রান্ত কোনো জিনিস আপনি আপনার স্ত্রীর থেকে ভুলেও লুকিয়ে রাখবেন না। এতে আপনার জীবনে নানান সমস্যা আসবে।

অনেক স্বামী আছেন, স্ত্রীর কাজের প্রশংসা করেন না। আপনার স্ত্রীর কাজের প্রশংসা করা উচিত। যেহেতু একটি সংসার স্বামী ও স্ত্রী— উভয় মিলেই চলে। সে ক্ষেত্রে আপনার স্ত্রী যে কাজগুলো করছেন, সেগুলোর প্রশংসা করবেন। এতে দেখবেন আপনার স্ত্রীও খুব খুশি হবেন। সেই সঙ্গে আপনার সম্পর্কও ভালো হবে। যেহেতু স্বামীরা কাজের প্রশংসা করেন না, সেই ক্ষেত্রে অনেক সংসারে কিন্তু অশান্তি নেমে আসে। যদিও এসব সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *