হানিয়া হত্যার তদন্ত প্রতিবেদন প্রকাশ, যা বললো আইআরজিসি

হানিয়া হত্যার তদন্ত প্রতিবেদন প্রকাশ, যা বললো আইআরজিসি

আন্তর্জাতিক

আগস্ট ৪, ২০২৪ ৭:৪৮ পূর্বাহ্ণ

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হত্যা করা হয়েছিল।

এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘প্রায় ৭ কেজি ওয়ারহেডসহ একটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা এবং তার ঘরের বাইরে থেকে একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটানোয় তিনি।’

এতে বলা হয়েছে, ‘হানিয়া হত্যাকাণ্ডের পদক্ষেপটি বর্বর ইসরায়েলি শাসকগোষ্ঠির পূর্ব পরিকল্পিত এবং এটি মার্কিন সরকারের পূর্ণ সমর্থনে ঘটানো হয়েছে।’

হানিয়ার রক্তের প্রতিশোধ নেয়া হবে উল্লেখ করে বিবৃতিতে আইআরজিসি জোর দিয়ে জানায়, সন্ত্রাসী ইসরায়েলি সরকার অবশ্যই উপযুক্ত সময় ও স্থানে কঠোর শাস্তির মুখোমুখি হবে।

এর আগে বুধবার তেহরানে ইসরায়েলি হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়া নিজ বাসভবনে দেহরক্ষীসহ নিহত হন।

পরে বৃহস্পতিবার তেহরানে প্রথম জানাজার পর এবং শুক্রবার কাতারের দোহায় জানাজা ও শ্রদ্ধা জানানো শেষে হানিয়াকে দাফন করা হয়। তার উভয় জানাজায় জনতার ঢল নামে।

সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *