মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের ভেরিফায়েড চ্যানেল ও বিজনেস অ্যাকাউন্টে যুক্ত হচ্ছে নীল ব্যাজ। এসব অ্যাকাউন্টে সাধারণত সবুজ ব্যাজ থাকে। এবার সবুজের পরিবর্তে নীল ব্যাজ বা টিক চিহ্ন যুক্ত হতে যাচ্ছে।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউ আ বেটা ইনফোর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, সুবিধাটি এখন বেটা সংস্করণ ব্যবহারকারীরা ব্যবহার করতে পারছেন।
মেটা মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রামে ভেরিফায়েড অ্যাকাউন্ট ও পেজে নীল টিক চিহ্ন দেখানো হয়। প্রতিষ্ঠানটির সব যোগাযোগ মাধ্যমের ভেরিফায়েড অ্যাকাউন্ট চিহ্নিত করতে একই রকম টিক চিহ্ন যোগ করার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
সুবিধাটি আপাতত বেটা সংস্করণ ব্যবহারকারীরা ব্যবহার করতে পারছেন। গুগল প্লে স্টোরে অ্যানড্রয়েড ২.২৪.১৪.১৮ হালনাগাদের হোয়াটসঅ্যাপ বেটা সংস্করণে সুবিধাটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা যাচ্ছে। তবে পরীক্ষামূলক সুবিধাটি কবে নাগাদ আনুষ্ঠানিকভাবে চালু হবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।