অক্টোবর ১৪, ২০২৩ ১০:৩১ পূর্বাহ্ণ
ভারতের মাটিতে বেজে উঠেছে ওয়ানডে বিশ্বকাপের দামামা। এবারের আসরে শুরুর ম্যাচগুলো গড়িয়েছে দর্শকশূন্য গ্যালারিতে। অবশ্য মাঠে দর্শক খরা চললেও বাইশ গজের লড়াই বেশ জমে উঠেছে।
চলমান বিশ্বকাপের বহুল কাঙ্খিত ম্যাচে আজ মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই দলের লড়াই দেখতে মুখিয়ে আছে ক্রিকেটপ্রেমীরা।
এদিকে বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে পাকিস্তান। দুটি ম্যাচ জিতলেও এখনো জ্বলে উঠতে পারেনি শাহিন শাহ আফ্রিদি। তবে চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে ৫ উইকেট নিয়ে সেলফি তুলতে প্রতিজ্ঞাবদ্ধ তিনি। পাকিস্তান ক্রিকেটের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, ভারতের বিপক্ষে ম্যাচের আগে বৃহস্পতিবার আহমেদাবাদের আইকনিক নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুশীলন করেছেন পাকিস্তানের খেলোয়াড়রা। যেখানে বাবর আজম-শাদাব খানসহ অন্তত ১০ জন ক্রিকেটার ফিল্ডিং প্র্যাকটিস করেছেন। তারা একে অপরকে থ্রো করেছেন। শাদাব ও মোহাম্মদ নওয়াজকে বোলিং কোচ মরনে মরকেলের অধীনে স্পিনের স্কিল নিয়ে গভীর মনোযোগ সহকারে কাজ করতে দেখা গেছে।
এদিন কঠোর অনুশীলন করতে দেখা যায় পাক পেসার শাহিন শাহ আফ্রিদিকেও। নিজের সেরাটা বের করে আনতে অক্লান্ত পরিশ্রম করছেন তিনি। সেসময় তার সঙ্গে সেলফি তোলার জন্য ভিড় করেন ভক্ত-সমর্থকরা। সেখানে ছিলেন একঝাঁক সাংবাদিকও। পরিপ্রেক্ষিতে মজার ছলে তাদের কাছে প্রতিশ্রুতি দেন আফ্রিদি।
তিনি বলেন, ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়েই সেলফি তুলবো। আমি অবশ্যই একটা তুলবো (সেলফি)। তবে ফাইফার শিকারের পরই। এরই মধ্যে চলমান আসরে ২ ম্যাচ খেলেছে ভারত। উভয় দ্বৈরথেই জয় পেয়েছে তারাও।