জানুয়ারি ১০, ২০২৪ ১০:২৯ পূর্বাহ্ণ
বিশ্বজুড়ে প্রায় ১৯৪ বিলিয়ন ডলার ব্যয়ে ৭০ হাজার কিমি. বিস্তৃত প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের কাজ চলছে। যার বেশির ভাগই পড়েছে এশিয়ায়।
প্রতিবেদনে বলা হয়েছে, নির্মাণাধীন পাইপলাইনের দৈর্ঘ্য আগের বছরের তুলনায় ২০২৩ সালের শেষের দিকে ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এশিয়ায় নির্মাণাধীন পাইপলাইনের দৈর্ঘ্য মোট ৫৭ হাজার ৬০০ কিমি.। এশিয়ায় পাইপলাইনের প্রধান সারিতে রয়েছে ভারত ও চীন। কয়লানির্ভরতা কাটাতে দেশ দুটি প্রাকৃতিক গ্যাসের ব্যাপক ব্যবহারের ওপর নজর দিয়েছে। পাকিস্তানও প্রাকৃতিক গ্যাস আমদানির ক্ষমতা বাড়ানোর দিকে মনোনিবেশ করছে।
এজন্য পাইপলাইন নির্মাণ অব্যাহত রেখেছে। এছাড়াও, ইউরোপে ৫ হাজার ৬০০ কিমি., আমেরিকায় চার হাজার ৭০০ কিমি., এবং আফ্রিকায় এক হাজার ৮০০ কিমি. গ্যাসলাইন নির্মাণ করা হচ্ছে।
সবচেয়ে বেশি নির্মাণাধীন পাইপলাইনসহ শীর্ষ ১০টি দেশের মধ্যে রয়েছে চীন, ভারত, ইরান, রাশিয়া, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, ইতালি, আর্জেন্টিনা এবং কানাডা। চীনে ১৫০টি প্রকল্পে ৩০ হাজার ৩০০ কিমি., ইরানে প্রায় ১৮ বিলিয়ন ডলার ব্যয়ে পাঁচ হাজার কিমি., পাকিস্তানে ৩.৭ বিলিয়ন ডলার ব্যয়ে প্রায় এক হাজার ৮০০ কিমি. এবং রাশিয়ায় ৮.২ বিলিয়ন ডলারে দুুই হাজার ৯০০ কিমি. পাইপলাইন নির্মাণ করা হচ্ছে।