ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ১১:০০ পূর্বাহ্ণ
ভারত সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড। প্রথম টেস্টে জিতলেও দ্বিতীয় টেস্টে হেরে যায় ব্রিটিশরা।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুক্রবার দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ২০৭ রান। ১১৮ বলে ২১টি চার আর ২টি ছক্কার সাহায্যে ১৩৩ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত আছেন ইংলিশ ওপেনার বেন ডাকেট। ৯ রানে অপরাজিত আছেন সাবেক অধিনায়ক জো রুট। ১৫ ও ৩৯ রান করে ফিরেছেন ওপেনার জ্যাক ক্রলি এবং ওলি পপ।
ভারতের ব্যাটিং সহায়ক উইকেটে সুইপ, রিভার্স সুইপ, সুইচ হিট, প্যাডল- দারুণ সব শটে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি করতে মাত্র ৮৮ বল খেলেন ডাকেট।
ভারতের বিপক্ষে টেস্টে ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যানের এটাই দ্রুততম সেঞ্চুরি। এই সেঞ্চুরির পথে ডাকেট ভেঙেছেন গ্রাহাম গুচের প্রায় ২৪ বছরের রেকর্ড। ১৯৯০ সালে লর্ডসে ৩৩৩ রানের ইনিংস খেলার পথে ৯৫ বলে শতক হাঁকিয়েছিলেন ইংলিশ অধিনায়ক গুচ।
ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ডাকেটের চেয়ে কম বলে সেঞ্চুরি করতে পেরেছেন কেবল দুজন। ১৯৭৪ সালে বেঙ্গালুরুতে ৮৫ বলে সেঞ্চুরি করেন ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড। ২০০১ সালে মুম্বাইয়ে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট শতরানে পৌঁছান ৮৪ বলে।