ফেব্রুয়ারি ২০, ২০২৪ ১২:০৪ অপরাহ্ণ
বাফটা অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়ে গেল রোববার রাতে। যার মঞ্চে খাম খুলে বিজয়ীদের নাম ঘোষণা করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আর সেই নাম ঘোষণা পর্বে সাতবারই উচ্চারিত হলো ‘ওপেনহাইমার’। লন্ডনের রয়েল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠিত আয়োজনে সেরা সিনেমাসহ সাতটি বিভাগে পুরস্কার জিতল ক্রিস্টোফার নোলান পরিচালিত সিনেমাটি।
এছাড়া পাঁচ বিভাগে পুরস্কার পেয়েছে ‘বার্বি’। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এমা স্টোন। বিভিন্ন বিভাগে বাফটা অ্যাওয়ার্ড ২০২৪ এর বিজয়ীদের তালিকা- সেরা সিনেমা ‘ওপেনহাইমার’, সেরা ব্রিটিশ সিনেমা ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ ব্রিটিশ লেখক, পরিচালক বা প্রযোজকের সেরা অভিষেক ‘আর্থ মামা’, ইংরেজি ভাষার বাইরে সেরা সিনেমা ‘দ্য জোন অব ইন্টারেস্ট’, সেরা তথ্যচিত্র ‘২০ ডেজ ইন মারিপুল’, সেরা অ্যানিমেটেড সিনেমা ‘দ্য বয় অ্যান্ড দ্য হেরন’, সেরা পরিচালক ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার), সেরা স্ক্রিনপ্লে ‘অ্যানাটমি অব এ ফল’, সেরা অভিনেত্রী এমা স্টোন ‘পুওর থিংস’, সেরা অভিনেতা সিলিয়ান মারফি ‘ওপেনহাইমার’, সেরা সহঅভিনেত্রী দাভাইন জয় রানডলফ, সেরা সহ-অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র, সেরা কাস্টিং ‘দ্য হোল্ডওভার্স’, সেরা সিনেমাটোগ্রাফি ‘ওপেনহাইমার’, সেরা এডিটিং ‘ওপেনহাইমার’, সেরা পোশাক ‘পুওর থিংস’, সেরা মেকআপ ‘পুওর থিংস’, সেরা গান ‘ওপেনহাইমার’, সেরা প্রোডাকশন ডিজাইন ‘পুওর থিংস’।