এপ্রিল ১৭, ২০২৪ ৯:০০ পূর্বাহ্ণ
দুই দশক ক্ষমতায় থাকার পর অবশেষে পদত্যাগ করছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং (৭২)। আগামী ১৫ মে পদত্যাগ করছেন তিনি। সোমবার সিয়েন জানিয়েছেন, পদত্যাগের পর তার ডেপুটি লরেন্স ওংয়ের কাছে তিনি প্রধানমন্ত্রিত্বের দায়িত্ব তুলে দেবেন।
এর মধ্য দিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্রটির নেতৃত্বে নতুন এক যুগের সূচনা হতে যাচ্ছে। একই সঙ্গে সিয়েন লুংয়ের ২০ বছরের শাসনের অবসান হতে চলেছে।
ব্লুমবার্গ ও নিক্কেই এশিয়া জানিয়েছে, ৫১ বছর বয়সি উপ-প্রধানমন্ত্রী লরেন্স ওং দেশটির অর্থমন্ত্রীর পদেও রয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, লরেন্স ওং-এর প্রতি ক্ষমতাসীন দলের আইনপ্রণেতাদের সর্বসম্মত সমর্থন রয়েছে।