সেপ্টেম্বর ১২, ২০২৩ ১০:৩৫ পূর্বাহ্ণ
জাতিসংঘের সামুদ্রিক আদালতে সোমবার বিশ্বের প্রথম জলবায়ু মামলার শুনানি হয়। মহাসাগরগুলোর সুরক্ষা চেয়ে ৯টি ছোট দ্বীপরাষ্ট্রের নেতারা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে (আইটিএলওএস) মামলার পরিপ্রেক্ষিতেই এ শুনানি হয়।
আইটিএলওএস বাদী দ্বীপদেশগুলোর মধ্যে রয়েছে ভানুয়াত, বাহামা, পালাউ, নিউ, টুভালু, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিসেন্ট ও গ্রেনাডাইনস। সমুদ্রের বাস্তুতন্ত্র মানব ক্রিয়াকলাপের দ্বারা নির্গত কার্বন ডাইঅক্সাইডের বেশিরভাগ শোষণ করে বৈশ্বিক উষ্ণতাকে সীমিত রাখে। এমনকি মানুষের শ্বাস-প্রশ্বাসের অর্ধেক অক্সিজেন তৈরি করে। কিন্তু ক্রমবর্ধমান উষ্ণতা সমুদ্রের জলকে উষ্ণ ও অম্লীয় করে তুলছে। ফলে সমুদ্রজীবনসহ মানবজীবন হুমকির মুখে পড়তে পারে।
জলবায়ু পরিবর্তনে সৃষ্ট চরম তাপমাত্রায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। টুভালু ও ভানুয়াতুসহ বেশ কয়েকটি দ্বীপ নিমজ্জিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। মামলাটি সফল হলে কার্বন নির্গমন হ্রাস ও সামুদ্রিক পরিবেশের সুরক্ষা অন্তর্ভুক্ত থাকবে।