বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে যা বললেন ইরানের রাষ্ট্রদূত

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে যা বললেন ইরানের রাষ্ট্রদূত

রাজনীতি স্লাইড

সেপ্টেম্বর ৯, ২০২৪ ৯:০৪ পূর্বাহ্ণ

তরুণরা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে নতুন যুগের সূচনা করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি।

রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

বৈঠকে ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশের এই পরিবর্তনকে স্বাগত জানান। তিনি জানান, আগামীতে বাংলাদেশে তরুণ প্রজন্মের সঙ্গে কাজ করতে চায় ইরান।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলে আমীর খসরু ছাড়াও দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠক প্রসঙ্গে আমীর খসরু বলেন, দুই দেশের ব্যবসা-বাণিজ্যসহ দ্বিপাক্ষিক বিষয়াদি এবং দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। ইরান মনে করছে, বিগত দিনে খুব বেশিকিছু করতে সক্ষম হয়নি তারা। এটাকে মাথায় রেখে আগামী দিনে দুই দেশের মধ্যকার সম্পর্ক কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কোন কোন এরিয়াতে কীভাবে এটা বাড়ানো যায়, সম্ভাবনাকে কীভাবে কাজে লাগানো যায়- এসব নিয়ে আলোচনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *