অক্টোবর ১৫, ২০২৪ ৫:৪৮ পূর্বাহ্ণ
স্মার্টফোন হারিয়ে গেলেও সব তথ্য সুরক্ষিত রাখার জন্য বিশেষ ফিচার এনেছে গুগল। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সবচেয়ে বেশি যে সমস্যায় পড়তে হয় তা হচ্ছে, ডাটা, ছবি, ভিডিও বেহাত হওয়ার ভয়। এখন আর এসব নিয়ে ভাবনা থাকছে না।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বিশেষ লক ফিচার এনেছে গুগল। এতে তিন প্রকার লক সিস্টেম থাকবে। থিফট ডিটেকশন লক, অফলাইন ডিভাইস লক, রিমোট লক।
কী এই থিফট ডিটেকশন লক? থিফট ডিটেকশন লক অন থাকলে ছিনতাইকারি আপনার ফোন কেড়ে নেওয়ার সময় ফোনের যে মুভমেন্ট হবে তখনই ফোনটি লক হয়ে যাবে।
আরেকটি ফিচার হলো- অফলাইন ডিভাইস লক। কেউ ফোন চুরি করে যদি ইন্টারনেট বন্ধের চেষ্টা করেন তখনই অফ হয়ে যাবে এই ফিচার। আর রিমোট লক ফিচার হল ফোন নম্বর ব্যবহার করে ফোন লকের পদ্ধতি। যদি আপনি ফোন খোয়া যাওয়ার পর ফাইন্ড মাই ডিভাইস ফিচারটির সুবিধা না পান সেক্ষেত্রে কাজে লাগে এই রিমোট লক ফিচার।
সূত্র: ইন্ডিয়া টুডে