নেতানিয়াহুর গাজা আগ্রাসন এখন দুনিয়ার জন্য হুমকি: এরদোগান

নেতানিয়াহু সরকার তুরস্ককে টার্গেট করতে পারে, আশঙ্কা এরদোগানের

আন্তর্জাতিক

অক্টোবর ১৯, ২০২৪ ৪:৪৮ পূর্বাহ্ণ

ইসরাইলের নেতানিয়াহু সরকার তুরস্ককে টার্গেট করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

নেতানিয়াহুর প্রশাসন আগামীতে তুরস্ককেও টার্গেট করতে পারে বলে সর্তক করে এরদোগান বলেন, ‘ইসরাইলি প্রশাসন, যারা ‘প্রতিশ্রুত ভূমি’-এর প্রতারণার উপর কাজ করে, ফিলিস্তিন এবং লেবাননের পরে আমাদের মাতৃভূমিতে তার দৃষ্টিপাত করবে।’

এমন পরিস্থিতিতে ইসরাইলের ওপর বিস্তৃত অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন এরদোগান। বুধবার আঙ্কারায় আরব লিগের মহাসচিব আহমেদ আবুল গাইতের সঙ্গে বৈঠককালে এই আহ্বান জানান তিনি।

গাজায় ইসরাইলের যুদ্ধের কট্টর সমালোচক তুরস্ক লেবাননে ইসরাইলের ধারাবাহিক হামলা এবং ইরানের পাল্টা আক্রমণের কারণে সংঘাতের আঞ্চলিক প্রভাবের বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে।

তুর্কি প্রেসিডেন্টের যোগাযোগ বিভাগ জানিয়েছে, বৈঠকে এরদোগান ও আহমেদ আবুল গাইত বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে ইসরাইলের লেবাননে হামলা নিয়ে আলোচনা করেন।

আরব লিগের প্রধানকে এরদোগান বলেন, ইসরাইল ফিলিস্তিনি ভূমি দখল করার এবং তাদেরকে মাতৃভূমি ছাড়া করার উদ্দেশ্যে সংঘাতের আগুন পুরো অঞ্চলে ছড়াতে চাচ্ছে।

তিনি আরও বলেন, তুরস্ক ইসরাইলকে তার অপরাধের জন্য জবাবদিহি করতে বাধ্য করার উদ্যোগ চালিয়ে যাচ্ছে। তেল আবিবের ওপর চাপ বাড়ানোর জন্য বিস্তৃত অস্ত্র নিষেধাজ্ঞার গুরুত্ব তুলে ধরেন।

আবুল গাইতকে এরদোগান আরও বলেন, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া এবং ইথিওপিয়ায় উত্তেজনা অবিলম্বে বন্ধ করতে হবে। তুরস্ক এসব দেশে শান্তি ও স্থিতিশীলতা চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *