ইউক্রেন যুদ্ধে লড়তে রাশিয়ায় সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

ইউক্রেন যুদ্ধে লড়তে রাশিয়ায় সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক

অক্টোবর ২১, ২০২৪ ৫:৩২ পূর্বাহ্ণ

রাশিয়ার হয়ে ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে লড়াই করতে উত্তর কোরিয়া সেনা পাঠানো শুরু করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া।

শুক্রবার এই ব্যাপারে কথা বলতে একটি নিরাপত্তা বৈঠক ডেকেছেন দক্ষিণের প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ুল। সেখানে সেনাপ্রধানসহ উচ্চপদস্থ সব কর্মকর্তা উপস্থিত থাকার কথা আছে।

দেশটির গোয়েন্দা সংস্থা দাবি করেছে, যুদ্ধ করতে উত্তরের ১ হাজার ২০০ সেনা ইতোমধ্যে রাশিয়ায় পৌঁছেছেন। সামনে আরও যাবে। সবমিলিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিতে পারে ১২ হাজার কোরিয়ান সেনা।

রাশিয়াকে উত্তর কোরিয়া মিসাইলসহ অন্যান্য যুদ্ধাস্ত্র দিয়েছে। যার প্রমাণ ইউক্রেনের পোলটাভা অঞ্চল থেকে পাওয়া মিসাইলের ধ্বংসাবশেষ থেকে মিলেছে। এবার তারা সরাসরি সেনা পাঠাতে যাচ্ছে।

রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে বিদ্যমান সম্পর্ক গত কয়েকমাসে আরও গভীর হয়েছে। গত সপ্তাহে উত্তরের প্রেসিডেন্ট কিম জং উন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিনে শুভেচ্ছা জানান। শুভেচ্ছাবার্তায় পুতিনকে ‘সবচেয়ে কাছের সহযোদ্ধা’ হিসেবেও অভিহিত করেন তিনি।

এদিকে ইউক্রেনের গোয়েন্দারা জানিয়েছেন, রাশিয়া শুধুমাত্র উত্তর কোরিয়ান সেনাদের নিয়ে একটি ইউনিট গঠনের পরিকল্পনা করছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কয়েকদিন আগে জানান, গোয়েন্দা সূত্রে তারা জানতে পেরেছেন উত্তর কোরিয়ার ১০ হাজার সেনা যুদ্ধে যোগ দিতে পারে। এরপরই এমন তথ্য জানাল দক্ষিণ কোরিয়া।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *