অক্টোবর ২৫, ২০২৪ ৬:১৫ পূর্বাহ্ণ
প্রশ্ন: আমাদের পার্শ্ববর্তী এলাকায় একটি মসজিদ আছে। জমিদাতার নামে ওই মসজিদটির নামকরণ করা হয়েছে, এখন কিছু মানুষ বলছে এটা আল্লাহ তাআলার ঘর। আর আল্লাহর ঘর দুনিয়ার কোনো মানুষের নামে রাখা যাবে না।
যদি রাখা হয় তাহলে ওই মসজিদে নামাজ সহিহ হবে না। এ নিয়ে এলাকায় ঝামেলা শুরু হয়েছে। এখন প্রশ্ন হল, মসজিদ মানুষের নামে নামকরণ করা জায়েজ আছে কি না?
উত্তর: সাহাবী, তাবেয়ী বা কোনো আল্লাহর ওলীর নামে মসজিদের নামকরণ করা জায়েজ। যেমন মসজিদে আবু বকর রা., মসজিদে বেলাল রা., ইত্যাদি।
মানুষের নামে মসজিদের নামকরণ করা মৌলিকভাবে জায়েজ। মসজিদের জমিদাতা বা মসজিদে অর্থ দানকারী কোনো ব্যক্তির নামেও মসজিদের নামকরণ করা জায়েজ।
তবে মসজিদের জায়গা বা মসজিদে অর্থ দান করে দাতার নামে মসজিদের নামকরণ করা উচিত নয়। কারণ এতে এখলাস নষ্ট হওয়া ও রিয়া তথা লোক দেখানোর আশঙ্কা থাকে।
আর যদি এমনটি লোক দেখানো বা রিয়ার উদ্দেশ্যেই করা হয়ে থাকে তবে তো কাজটি সম্পূর্ণ নাজায়েজ হবে। এবং দানের সওয়াবও নষ্ট হয়ে যাবে। অবশ্য এভাবে কোনো মসজিদের নাম রাখা হলেও তা মসজিদ বলেই গণ্য হবে এবং সেখানে নামাজসহ সব ইবাদাত বন্দেগী করা যাবে।
সূত্র: সহিহ বুখারি, হাদিস ৪২০; ফাতহুল বারী ১/৬১৪; উমদাতুল কারী ৪/১৪৮; আদ্দুররুল মুখতার ৬/৪২৫