তাইজুল-মিরাজদের ‘শাসন’ করে রানপাহাড়ের পথে দ. আফ্রিকা

তাইজুল-মিরাজদের ‘শাসন’ করে রানপাহাড়ের পথে দ. আফ্রিকা

খেলা

অক্টোবর ৩০, ২০২৪ ৬:৩১ পূর্বাহ্ণ

সিরিজ বাঁচানোর পথে শুরুতেই চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা রীতিমত ‘শাসন’ করেছেন বাংলাদেশের বোলারদের। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন টনি ডে জর্জি ও ট্রিস্টান স্টাবস। তাদের ব্যাটিং কারিশমায় দিন শেষে ২ উইকেটে ৩০৭ রান স্কোরবোর্ডে জমা করেছে দক্ষিণ আফ্রিকা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওপেনিং জুটিতেই ৬৯ রান পায় দক্ষিণ আফ্রিকা। তবে ৩৩ রান করে তাইজুল ইসলামের বলে মিড অনে ক্যাচ তুলে দেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম।

তবে দ্বিতীয় উইকেটে অন্য ওপেনার ডে জর্জি এবং তিনে নামা স্টাবস মিলে গড়ে তোলেন ২০১ রানের জুটি। বাংলাদেশি বোলারদের দেখেশুনে খেলে তারা দক্ষিণ আফ্রিকার ইনিংস এগিয়ে নেন। এর মধ্যে ১৪৬ বলে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন ডে জর্জি।

তার সঙ্গী স্টাবস সাদা পোশাকে প্রথমবারের মতো তিন অঙ্কের ঘরে পৌঁছেছেন ১৯৪ বলে। তবে সেঞ্চুরির পর বেশিদূর এগোতে পারেননি এই ব্যাটার। তাইজুলের বলে বোল্ড হয়ে ফেরার আগে তার ব্যাটে এসেছে ১০৬ রান।

তবে দিনশেষে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন ডে জর্জি। দ্বিতীয় দিনে ডাবল সেঞ্চুরির লক্ষ্য নিয়ে ব্যাটে নামবেন ১৪১ রান করা এই ওপেনার। তার সঙ্গী হবেন ১৮* রানে ব্যাট করা ডেভিড বেডিংহ্যাম।

৩০ ওভারে ১১০ রান খরচ করে প্রোটিয়াদের দুটি উইকেটই তুলে নিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *