বায়তুল মোকাররমের সাম‌নে শান্তি সমা‌বেশ করবে আওয়ামী লীগ

বায়তুল মোকাররমের সাম‌নে শান্তি সমা‌বেশ করবে আওয়ামী লীগ

রাজনীতি স্লাইড

অক্টোবর ২৮, ২০২৩ ৯:৫২ পূর্বাহ্ণ

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সাম‌নে সমা‌বে‌শের অনুম‌তি পেয়েছে আওয়ামী লীগ। শ‌নিবার পু‌লিশের দেওয়া শ‌র্ত মে‌নেই সমা‌বেশ করবে ক্ষমতাসীন দল‌টি‌।

শুক্রবার রা‌তে ডিএমপির এক জরুরি বৈঠকে আওয়ামী লীগ‌কে সমা‌বেশের অনুম‌তি দেওয়া হয়।

প্রসঙ্গত, শনিবার দুপুর ২টা থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমা‌বেশ অনু‌ষ্ঠিত হ‌বে।

অপর‌দি‌কে জামায়াতে ইসলামী মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের অনুমতি চাইলেও দলটিকে অনুমতি দেওয়া হয়নি। দলটি সমাবেশের ঘোষণায় অনড় থাকলেও পুলিশের পক্ষ থেকে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *