নভেম্বর ৪, ২০২৩ ৮:৩৬ পূর্বাহ্ণ
শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে নেপাল। এতে ভারত ও চীনেও কম্পন অনুভূত হয়েছে। শুক্রবার রাত ১২টার কিছু আগে এ ভূমিকম্প হয় বলে জানা গেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নেপালে রিখটার স্কেলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এছাড়া শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে দিল্লি ও উত্তর ভারতজুড়ে। শুক্রবার গভীর রাতে দিল্লি-এনসিআরের বাসিন্দারা ভয় পেয়েছিলেন। এক মিনিটেরও বেশি সময় ধরে শক্তিশালী কম্পন স্থায়ী হওয়ায় উঁচু-নিচু সোসাইটির বাসিন্দারা দ্রুত রাস্তায় চলে আসেন।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালে ১০ কিলোমিটার গভীরে।