টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

খেলা

নভেম্বর ১১, ২০২৩ ১১:০৪ পূর্বাহ্ণ

আস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। আজ বিশ্বকাপে অধিনায়ক হিসাবে অভিষেক হচ্ছে নাজমুল হোসেন শান্তে।

প্রত্যাশিতভাবে অস্ট্রেলিয়া গ্লেন ম্যাক্সওয়েলকে বিশ্রামে পাঠিয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে মিচেল স্টার্ককেও।

একদিনের ক্রিকেটে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে সবশেষ ২০১১ সালে। ক্রিকেটীয় শক্তিমত্তার বিচারে দুই মেরুতে থাকা এ দুই দলের মুখোমুখি লড়াই আইসিসি টুর্নামেন্ট ছাড়া দেখা মেলে কালেভদ্রে।

দুই দল সবশেষ ওয়ানডে খেলেছে ২০১৯ সালে, সেটিও বিশ্বকাপেই। চার বছর পর আজ আরও একবার বিশ্বমঞ্চেই অজিদের মুখোমুখি টাইগাররা। তৃতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করা ওয়ার্নার-ম্যাক্সওয়েলরা মাঠে নামছে জয়ের ধারা বজায় রাখতে।

অন্যদিকে সবার আগে শেষ চারের লড়াই থেকে ছিটকে যাওয়া লাল-সবুজ দলের লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিত করা। পুনেতে দুই দলের এ লড়াইয়ে আজ টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স।

বাংলাদেশ একাদশ
লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, শেখ মাহেদী, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *