ইন্টার মায়ামির জার্সিতে মেজর লিগ সকারে (এমএলএস) এখনও অভিষেক হয়নি লিওনেল মেসির। তবে এরই মধ্যে ক্লাবটির জার্সিতে লিগস কাপে অভিষেক হয়েছে তার। শুধুই কি অভিষেক, ইতোমধ্যে পাঁচটি ম্যাচ খেলে ফেলেছেন লিও। যার প্রতিটি ম্যাচেই গোল করে দলকে সেমিতে তুলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এ অধিনায়ক।
বাংলাদেশ সময় বুধবার ভোরে লিগস কাপের সেমিতে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে মাঠে নামবে মায়ামি। যে ম্যাচটি হবে ফিলাডেলফিয়ার মাঠে। তবে ম্যাচটি খেলতে পারবেন কিনা মেসি, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। কেননা ফোর্ড লডারহিলে অনুশীলনের সময় পা মকচেছে এলএমটেনের!
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অনেক সংবাদমাধ্যমই মেসির পা মচকানোর সংবাদ দিয়েছে। ফোর্ড লডারহিলে অনুশীলনের সময় এ ঘটনাটি ঘটেছে। তবে ইনজুরির শঙ্কা উড়িয়ে দিয়েছেন মায়ামি কোচ টাটা মার্তিনো।
তিনি বলেন, ‘আসলে কি হয়েছে, সেটি এখনও দেখিনি। তবে মারাত্মক কিছু হয়নি। আর সেটি হলে সব খেলোয়াড়রা চিন্তিত হয়ে পড়ত। যেহেতু এখন কারো মন খারাপ নেই, ধরেই নেয়া যায় কিছুই হয়নি।’
এদিকে লিগস কাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মেসির অনুপস্থিতি বেশ ভোগাতে পারে মায়ামিকে। কেননা ক্লাবটি পাড়ি দেওয়ার পর থেকে একটি ম্যাচও হারতে হয়নি তাদের। ফলে মেসি যদি সত্যিই ইনজুরিতে পড়েন তাহলে লিগস কাপের ফাইনাল স্বপ্নভঙ্গ হতে পারে এমএলএসের ক্লাবটির।