আইপিএল খেলবেন না সাকিব যে কারণে

আইপিএল খেলবেন না সাকিব যে কারণে

খেলা স্পেশাল

ডিসেম্বর ১২, ২০২৩ ৯:২৮ পূর্বাহ্ণ

ভারতে সম্প্রতি শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপে পাওয়া আঙুলের চোটের কারণে আপাতত খেলার বাইরে সাকিব আল হাসান।

মাগুরা-১ আসন থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। তার আগে এই ফাঁকা সময়ে যুক্তরাষ্ট্রে পরিবারকে সময় দিচ্ছেন সাকিব।

সোমবার যুক্তরাষ্ট্র আওয়ামী লিগের এক অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব বলেন, ‘আইপিএলে নাম দেইনি। স্বাভাবিকভাবে এতে একটা উইন্ডো (সময়) খুলবে আমার জন্য। পিএসএলে আমার ম্যানেজার যখন নাম দিয়েছিল, তখন আমি তাকে বলেছি, নামটা প্রত্যাহার করে নিতে। পিএসএলেও আমার নাম নেই। পরিকল্পনা থাকবে পুরো সময়টাই যেন জাতীয় দলে দিতে পারি।’

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে সরে আসার বার্তা দিয়ে সাকিব বলেন, ‘আগে যে ফ্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে খেলতাম, হয়তো এগুলো আমি স্যাক্রিফাইস করব। তিনটি সংস্করণেই খেলছি। আশা করব, যেন খেলা আরও চালিয়ে যেতে পারি। ভবিষ্যৎ তো কেউ কখনো বলতে পারে না। তবে ইচ্ছা আছে আরও অনেক দিন ক্রিকেট খেলে যাওয়ার।’

আঙুলের চোট কাটিয়ে পেশাদার ক্রিকেটে ফেরা প্রসঙ্গে সাকিব বলেন, ‘আশা ছিল নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজে খেলতে যাব। কারণ, চার সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবে (আঙুলের চোট)। কিন্তু আমি দুই দিন আগে এখানে ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছেন আরও দুই সপ্তাহ অপেক্ষা করতে।’

সাকিব আরও বলেন, ‘চোটের কারণে যতটুকু সময় লাগার কথা তার চেয়ে বেশি লাগছে, ছয় সপ্তাহের মতো লাগবে। তারপর পুনর্বাসন এবং ফিটনেস ফিরে পেতে হবে। বিপিএলের আগে আমি আসলে খুব একটা সুযোগ দেখছি না। এই সময়ে নির্বাচনও আছে। স্বাভাবিকভাবে বিপিএল থেকেই আমার খেলাটা আবার শুরু হবে বলে আমি মনে করি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *