অভিষেক ইনিংসে জাকেরের ৪ রেকর্ড

অভিষেক ইনিংসে জাকেরের ৪ রেকর্ড

খেলা

মার্চ ৫, ২০২৪ ১:১৭ অপরাহ্ণ

শ্রীলংকার দেওয়া ২০৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩০ রানের মাঝেই প্রথম তিন উইকেট হারায় বাংলাদেশ। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সে সময় টাইগারদের জয় দূর আকাশের স্বপ্ন। স্বাগতিকরা শেষ পর্যন্ত দুর্দান্ত যে লড়াই করেছে, তার মূল নায়ক জাকের আলী। তাকে সঙ্গ দিয়েছেন অভিজ্ঞ রিয়াদ।

নিজের অভিষেক ইনিংসে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে চারটি রেকর্ডে নিজের নাম বসিয়েছেন জাকের।

বাংলাদেশের হয়ে টি-২০তে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটি নিজের করে নিয়েছেন জাকের। ৩৪ বলে ৬৮ রানের ইনিংস খেলার পথে ছয়টি ছক্কা হাঁকিয়েছেন তিনি, যা বাংলাদেশিদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ। এর আগে ৫ জন ব্যাটার মেরেছিলেন ৫টি ছক্কা।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-২০তে আউট হওয়ার পর জাকের আলির স্ট্রাইক রেট ছিল সমান ২০০। আন্তর্জাতিক টি-২০তে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ৫০ পেরোনো ইনিংসে যা পঞ্চম সর্বোচ্চ স্ট্রাইক রেট। ২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২২৫.৯২ স্ট্রাইক রেটে ২৭ বলে ৬১ রান করেছিলেন আশরাফুল।

পরের রেকর্ড অবশ্য পার্টনারশিপে। জাকের-মেহেদী ২৭ বলের ৬৫ রানের জুটিতে ওভারপ্রতি রান তুলেছেন ১৪.৪৪। আন্তর্জাতিক টি-২০তে ৫০ ছাড়ানো জুটিতে যা বাংলাদেশের সর্বোচ্চ। এছাড়া বাংলাদেশি ব্যাটারদের মাঝে ছয় নম্বরে নেমে সর্বোচ্চ রানের ইনিংস উপহার দিয়েছেন এ ব্যাটার।

উল্লেখ্য, গত বছর অক্টোবরে জাকের আলির কাগজে কলমে অভিষেক হয়। যদিও সেটা এশিয়ান গেমসে, যেখানে অংশ নিয়েছিলেন সকল দ্বিতীয় সারির দল। নিজ মাঠ সিলেটে জাকেরের বাংলাদেশের হয়ে ‘আসল’ অভিষেক হলো গতকালই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *