অযোধ্যায় রামমন্দিরের কাছে কেন বাড়ি করছেন অমিতাভ?

অযোধ্যায় রামমন্দিরের কাছে কেন বাড়ি করছেন অমিতাভ?

বিনোদন

জানুয়ারি ১৬, ২০২৪ ১:২৯ অপরাহ্ণ

আগামী ২২ জানুয়ারির দিকে তাকিয়ে আছে গোটা ভারত। ওই দিন রামমন্দিরের উদ্বোধন হবে। ফলে গোটা অযোধ্যা জুড়ে সাজ সাজ রব। দেশটির সব লোকজনকে ইতোমধ্যেই আমন্ত্রণপত্র পাঠিয়েছে রামজন্মভূমি ট্রাস্ট। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটি উদ্বোধন করবেন।

একদিকে যখন রামমন্দির নিয়ে জোর আলোচনা, ঠিক সেই সময় অযোধ্যায় সরযূ নদীর পারে জমি কিনে ফেললেন অমিতাভ বচ্চন। মুম্বাইয়ের নির্মাণ সংস্থা দ্য হাউস অফ অভিনন্দন লোধার বিশাল ‘দ্য সরযূ’ প্রজেক্টে জমি কিনেছেন বলিউড শাহেনশাহ।

আনন্দবাজার জানিয়েছে, অযোধ্যায় নিজের বাড়ি তৈরি করতেই এই জমি কিনেছেন অভিনেতা। কারণ অযোধ্যা তার খুব পছন্দের একটা জায়গা। তিনি জানিয়েছেন, অযোধ্যার সঙ্গে তার আবেগ ও আধ্যাত্মিক সংযোগ রয়েছে। তার মতে, ঐতিহ্য ও আধুনিকতা সহাবস্থান করে অযোধ্যায়। শুধু তা-ই নয় এই স্থানটিকে ‘গ্লোবাল স্পিরিচুয়াল ক্যাপিটাল’ আখ্যা দিয়েছেন অমিতাভ।

খবরে বলা হয়েছে, সাড়ে ১৪ কোটি টাকায় সেখানে জমি কিনেছেন ‘বিগ বি’। যে বাড়ি ওখানে নির্মাণ করতে চাইছেন অভিনেতা, সেটি প্রায় ১০ হাজার বর্গফুট হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *