অসম্ভবকে সম্ভব করে গিনেস রেকর্ডে নাম লেখালেন যুবক

অসম্ভবকে সম্ভব করে গিনেস রেকর্ডে নাম লেখালেন যুবক

চিত্র-বিচিত্র স্পেশাল

মার্চ ৮, ২০২৪ ১১:২২ পূর্বাহ্ণ

বিশ্বজুড়ে অসম্ভব কাজকে সম্ভব করে গিনেস বুকে নাম লিখিয়েছেন এমন মানুষের সংখ্যা কম নয়। সম্প্রতি নাকের ছিদ্রে দিয়াশলাই কাঠি গুঁজে গিনেজ বুকে নাম লিখিয়েছেন এক ব্যক্তি। নাম তার পিটার ভন ট্যানজেন বুসকভ।

ডেনিশ যুবক পিটারের বয়স ৩৯। সম্প্রতি তিনি ২ নাসারন্ধ্রে ৬৮টি দিয়াশলাই কাঠি গুঁজে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলেন। নতুন রেকর্ড করতে কমপক্ষে ৫৪টি দিয়াশলাই কাঠি ২ নাকের ভেতর গুঁজতেই হতো পিটারকে। যদিও তিনি সেই সংখ্যা ছাপিয়ে যান। মোট ৬৮টি দিয়াশলাই কাঠি নাসারান্ধ্রে গোঁজেন। এর পরেই গিনেস খেতাব পান।

এই বিষয়ে পিটার বলেন, সবচেয়ে অবাক করা বিষয় হলো এর পরেও নাকে চোট পাইনি। সম্ভবত নাকের ফুটো বড় হওয়ায় এবং ত্বকের প্রসারণ ক্ষমতা ভালো হওয়াতে এই রেকর্ড করতে সুবিধা হয়েছে আমার।

নাকের ফুটোয় দিয়াশলাই কাঠি গুঁজে বিশ্ব রেকর্ড করলেও অতীতে এমনকি ছেলেবেলায় নাকে কখনো কিছু গোঁজেননি বলে জানিয়েছেন পিটার। তবে এসকেলেটরে চড়ে দুম করে বিখ্যাত হয়ে গিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *