জানুয়ারি ৮, ২০২৪ ১২:৪৭ অপরাহ্ণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেশ কিছু যানবাহন চলাচলে বিধিনিষেধ দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গেল ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ যানবাহন ও মোটরসাইকেল চলাচলের বিষয়ে যে নির্দেশনা রয়েছে—
গত বৃহস্পতিবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএমপি এলাকায় শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে সোমবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল করতে পারবে না।
এর আগে গেল ২১ ডিসেম্বর মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ৫ জানুয়ারি দুপুর ১২টা থেকে ৮ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হবে না।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি রয়েছে।