আধা ঘণ্টায় এই অমলেট খেলেই মিলবে লাখ টাকা পুরস্কার

আধা ঘণ্টায় এই অমলেট খেলেই মিলবে লাখ টাকা পুরস্কার

চিত্র-বিচিত্র

অক্টোবর ১৫, ২০২৩ ৯:৫১ পূর্বাহ্ণ

অমলেট খেয়েই যদি লাখ টাকা পুরস্কার পাওয়া যায়, তা হলে কেমন হয়? ভারতের দিল্লির এক ব্যবসায়ী তার গ্রাহকদের কাছে এমনই সুযোগ নিয়ে এসেছেন। তবে এক্ষেত্রে শর্ত আছে, ৩০ মিনিটের মধ্যে অমলেটটি শেষ করতে পারলে তবেই পাবেন পুরস্কার মূল্য। ভাবছেন তো, এ আর এমনকি বড় ব্যাপার!

এই অমলেট কিন্তু সাধারণ কোনো অমলেট নয়। এতে থাকবে ৪৫০ গ্রাম মাখন, ৩১ টি ডিম, ৫০ গ্রাম চিজ, ১০০ গ্রাম চিকেন কাবাব, ২০০ গ্রাম পনির, ৪ টি পাউরুটি। ভেবেই মাথাটা ঘুরছে তো? এই অমলেট খেলে কোলেস্টেরল বাড়তে বাধ্য। এই অমলেটের দাম এক হাজার ৩২০ টাকা।

বিক্রেতা জানিয়েছেন, ৩০ মিনিটের মধ্যে কেউ যদি এই অমলেট শেষ করে দিতে পারেন, তা হলে তাকে আর অমলেটের দাম দিতে হবে না, বরং তিনিই সেই ব্যক্তিকে ১ লাখ টাকা পুরস্কার দেবেন।

https://twitter.com/i/status/1711795510200115349 

নয়া দিল্লির পালাম মেট্রো স্টেশনের কাছে এই দোকানটির ভিডিয়ো আর অমলেট ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। শরীরের পরোয়া না করে আদৌ কি কেউ এই অমলেট খাওয়ার ঝুঁকি নেবেন, সেই প্রশ্নই উঠেছে চারদিকে।

এই ভিডিও ভাইরাল হতেই এক জন লিখেছেন, ‘ভাগ্যিস আমি ডিম খাই না।’ আর একজন লিখেছেন, ‘ওই পুরস্কার মূল্য হাসপাতালের বিল দিতেই শেষ হয়ে যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *