ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ৯:৫৩ পূর্বাহ্ণ
আরব সাগরের তলায় গিয়ে পূজা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার তিনি গুজরাটের পাঞ্চকুনি সমুদ্রসৈকতে ডুবন্ত দ্বারকা নগরী দর্শন করেন। পানির নিচে তলিয়ে যাওয়া দ্বারকাধীশ মন্দিরে পূজা করেন।
রোববার গুজরাট সফরের প্রথম দিনের শুরুতেই দ্বারকায় ‘সুদর্শন সেতু’র উদ্বোধন করেন মোদি। এটিই ভারতের দীর্ঘতম কেবল সেতু। তারপর সেখান থেকেই সোজা চলে যান দ্বারকাধীশ মন্দির দর্শনে। পাঞ্চকুনি সমুদ্রসৈকতে পৌঁছেই স্কুবা ডাইভিং করে দ্বারকা নগরীর দর্শন করেন তিনি। সেখানে দ্বারকাধীশ মন্দিরে প্রার্থনাও সারেন তিনি। ফিরে এসে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘পানির নিচে ডুবে যাওয়া দ্বারকা নগরীতে গিয়ে প্রার্থনা করা একটি ঐশ্বরিক অভিজ্ঞতা ছিল। আধ্যাত্মিক অনুভূতি হলো। শাশ্বত ভক্তি এবং প্রাচীন যুগের সঙ্গে সংস্পর্শে আসার অভিজ্ঞতা কখনো ভুলব না। শ্রীকৃষ্ণ নিজের হাতে এই শহর তৈরি করেছিলেন।’